হোম পিছনে ফিরে যান

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুঃ এর ধারাবাহিক অগ্রগতির চিত্র

sharebazarnews.com 2 দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মাননীয় হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুঃ কোম্পানী লিঃ এর সাথে পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিঃ শিল্প প্রকল্প দুইটি একীভূত হয়।

একীভূত হওয়ার পূর্বে ৩১/১২/২০২৩ তারিখে কোম্পানীর পরিশোধিত মূলধন ছিল ৯,৩৮,৮৮,২৫৬ (নয় কোটি আটত্রিশ লক্ষ আটআশি হাজার দুইশত ছাপান্ন) টাকা বা ৯৩,৮৮,৮২৫ শেয়ার এবং একীভূত হওয়ার পর ৩১/০৩/২০২৪ তারিখে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুঃ কোম্পানী লিঃ এর পরিশোধিত মূলধন হয়েছে ৩৪,১০,৫১,০১৬ (চৌত্রিশ কোটি দশ লক্ষ একান্ন হাজার ষোল) টাকা বা ৩,৪১,০৫,১০১ শেয়ার। কোম্পানীর পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের আলোকে তরলীকৃত (Diluted) করে প্রকাশ করার নিয়ম রয়েছে।

এক্ষেত্রে কোম্পানীর ৩য় প্রান্তিক জুলাই ০১, ২০২৩ হতে মার্চ ৩১, ২০২৪, ০৯ মাসে ইপিএস ২.৭১ টাকা হয়েছে যার বিপরীতে পূর্ববর্তী বছরের একই সময়ের ইপিএস ছিল ১.৩২ টাকা। চলতি তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে (২.৭১-১.৩২)= ১.৩৯ টাকা অর্থাৎ ১০৫%। পূর্বের পরিশোধিত মূলধন ৯,৩৮,৮৮,২৫৬ (নয় কোটি আটত্রিশ লক্ষ আটআশি হাজার দুইশত ছাপান্ন) টাকা বা ৯৩,৮৮,৮২৫ শেয়ার অনুযায়ী ইপিএস এর চলতি তৃতীয় প্রান্তিক জুলাই ০১, ২০২৩ হতে মার্চ ৩১, ২০২৪, ০৯ মাস মেয়াদে তুলনামূলক চিত্র হতো ৯.৮৩ টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে ইপিএস ছিল ৪.৭৯ টাকা। এক্ষেত্রেও চলতি প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ৫.০৪% টাকা অর্থাৎ ১০৫%।

চলতি তৃতীয় প্রান্তিক জুলাই, ২০২৩ থেকে মার্চ, ২০২৪, ০৯ মাস মেয়াদে কোম্পানীর রেভিনিউ ৭৫.৮৩ কোটি টাকা ও নীট মুনাফা ৯.২৩ কোটি টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে রেভিনিউ ছিল ৬০.২৬ কোটি টাকা এবং নীট মুনাফা ছিল ৪.৫০ কোটি টাকা। রেভিনিউ ও মুনাফা যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ১৫.৫৭ কোটি টাকা এবং ৪.৭৩ কোটি টাকা অর্থাৎ ২৬% ও ১০৫%।

উল্লেখিত তথ্য বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, কোম্পানীর বিক্রয়, মুনাফা ও ইপিএস এর প্রবৃদ্ধি চলমান রয়েছে অর্থাৎ কোম্পানী ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

People are also reading