হোম পিছনে ফিরে যান

মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত ৪০

bdnewstimes.com 4 দিন আগে
wm mali dead 40

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে সশস্ত্র ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) দেশটির মোপতি অঞ্চলের ডিজিগুইবোম্বো এলাকায় এ হামলা হয়। ওই অঞ্চলে অনেক বছর ধরে সন্ত্রাসী গোষ্ঠীরা সক্রিয় রয়েছে।

ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেছেন, অত্যন্ত গুরুতর আক্রমণ হয়েছে, সশস্ত্র লোকেরা মোপতি অঞ্চলের একটি গ্রাম ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে।

মেয়র মৌলেয়ে গুইন্দো মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলতে সক্ষম হননি, তবে স্থানীয় দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

একজন কর্মকর্তা বলেছেন, এটি ছিল গণহত্যা, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে, সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। হামলার ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়, কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ।

মালির কর্মকর্তারা অবশ্য হামলাকারীদের সনাক্ত করেননি এবং কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/ইআ

People are also reading