হোম পিছনে ফিরে যান

দিনাজপুর-ফরিদপুরে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

boishakhionline.com 2 দিন আগে

প্রকাশিত: ০৫-০৭-২০২৪ ১৭:৫৯

আপডেট: ০৫-০৭-২০২৪ ১৮:০৫

নিজস্ব সংবাদদাতা: দেশের দুই জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে দিনাজপুরের সদর উপজেলার পাঁচবাড়িতে যাত্রীবাহী বাস ও আম বোঝাই ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়। 

এছাড়া দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী ভটভটির সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। 

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে দুইজনের। 

শুক্রবার দিনাজপুর ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় দশজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সকালে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার চকরামপুরে যাত্রীবাহী বাস ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৬ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ২৬ জন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে পাঁচবাড়ী এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের সহকারী নিহত হন। 

স্থানীয়রা যাত্রীবাহী বাসের আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৪ যাত্রী নিহত হয়। 

এছাড়া, দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয় বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাকী । 

Kaniz/Bodiar
দিনাজপুর-ফরিদপুরে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু
People are also reading