হোম পিছনে ফিরে যান

West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে রাজ্যে, শনিবার বৃষ্টি শুরু উপকূলে, রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

news18.com 2024/5/19
শনিবার বৃষ্টি শুরু উপকূলে, রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

বিশ্বজিৎ সাহা, কলকাতা: উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শনিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গ সোমবার বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহের স্পেল চলবে শনিবার পর্যন্ত। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

★আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে। শনিবার বৃষ্টি শুরু উপকূলে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

★ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম , দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ৬ জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন- সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে

★সোমবার বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।

★কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা। তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো ‘লু’ বইবার সম্ভাবনা !

★ বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে ৷ কিছু কিছু জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস।

News18

★ শুক্রবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলাতে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

আরও পড়ুন– তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল, কী প্রতিক্রিয়া তাঁর বিরোধী শিবিরের?

★ শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা সাত জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান-এই সাত জেলায়। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া, তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে।

★ রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহ কমবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা কমতে পারে।

★উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় তাপপ্রবাহ চলবে। উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের প্রভাব কমবে। শুক্রবার থেকে গরম ও অস্বস্তি থাকবে।

আরও পড়ুন- রাশিফল মে ২০২৪; দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

★ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় হবে। কাল থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা।

★ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

People are also reading