হোম পিছনে ফিরে যান

সৌদি আরবে নতুন ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কার

risingbd.com 4 দিন আগে
সৌদি আরবে নতুন ৭ তেল-গ্যাসের খনি আবিষ্কার
প্রিন্স আবদুল আজিজ বিন সালমান

তেল ও গ্যাসের ৭টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত সোমবার দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন।

Google news

আবদুল আজিজ বিন সালমান বলেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে।

এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। এছাড়া এম্পটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভান্ডার পাওয়া গেছে বলে জানান সৌদি জ্বালানিমন্ত্রী।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর অন্যতম সদস্য।

এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটি মক্কা অঞ্চলে সোনার খনি আবিষ্কারের ঘোষণা দেয়। তারও আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কার করেছে সৌদি।

সূত্র: আরব নিউজ 

People are also reading