হোম পিছনে ফিরে যান

KKR vs RCB: কেকেআরের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ার সুযোগ কোহলির! টপকে যেতে পারেন দুই কিংবদন্তীকে

news18.com 2024/4/29

KKR vs RCB Virat Kohli Chance To Create Another Big Record in IPL 2024: ঘরের মাঠে একদিকে যেমন টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামতে চলেছে আরসিবি, এছাড়া কেকেআরের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তারকা ব্যাটার বিরাট কোহলির।

News18 Bengali

01 05

শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাউডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।

News18 Bengali

02 05

ঘরের মাঠে একদিকে যেমন টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামতে চলেছে আরসিবি, এছাড়া কেকেআরের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তারকা ব্যাটার বিরাট কোহলির।

News18 Bengali

03 05

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৩৯ ম্যাচে ২৩৭টি ছক্কা মেরেছেন বিরাট কোহলি। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবথেকে বেশি ছয়ের মালিক হতে কোহলির দরকার আর ৩টি ছয়।

News18 Bengali

04 05

আরসিবির ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ২৩৯টি ছয় মেরেছিলেন ক্যারিবিয়ান তারকা। তবে তা মাত্র ৮৫ ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ১৫৬ ম্য়াচে ২৩৮টি ছয় মেরেছিলেন তিনি।

News18 Bengali

05 05

ফলে বিরাট কোহলির সামে আজ শুধু গেইল নয়, বন্ধু ডিভিলিয়ার্সকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে। পঞ্জাবের বিরুদ্ধে যে ফর্মে ছিলে কোহলি তাতে শুক্রবার রেকর্ড নিজের নামে করে নেবেন বলে আশাবাদী ফ্যানেরা।

  • First Published : March 29, 2024, 3:05 pm IST
  • 0105

    শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাউডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।

  • 0205

    ঘরের মাঠে একদিকে যেমন টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামতে চলেছে আরসিবি, এছাড়া কেকেআরের বিরুদ্ধে বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তারকা ব্যাটার বিরাট কোহলির।

  • 0305

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৩৯ ম্যাচে ২৩৭টি ছক্কা মেরেছেন বিরাট কোহলি। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবথেকে বেশি ছয়ের মালিক হতে কোহলির দরকার আর ৩টি ছয়।

  • 0405

    আরসিবির ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ২৩৯টি ছয় মেরেছিলেন ক্যারিবিয়ান তারকা। তবে তা মাত্র ৮৫ ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ১৫৬ ম্য়াচে ২৩৮টি ছয় মেরেছিলেন তিনি।

  • 0505

    ফলে বিরাট কোহলির সামে আজ শুধু গেইল নয়, বন্ধু ডিভিলিয়ার্সকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে। পঞ্জাবের বিরুদ্ধে যে ফর্মে ছিলে কোহলি তাতে শুক্রবার রেকর্ড নিজের নামে করে নেবেন বলে আশাবাদী ফ্যানেরা।

 
People are also reading