হোম পিছনে ফিরে যান

একসঙ্গে এই অভিনেতারা...

banglatribune.com 2024/5/12
সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, জামিল হোসাইন ও ফারুক আহমেদ
© 2024 Bangla Tribune Online Media

মুখগুলো দেখে আর বলার অপেক্ষা রাখে না তাদের অভিনয়গুণ প্রসঙ্গে। তারচেয়ে বড় বিষয়, তাদের অভিনয়ে থাকে আনন্দের রসদ। সেই আনন্দময় একঝাঁক অভিনেতার মিলন ঘটতে যাচ্ছে ‘বাহানা’র মধ্য দিয়ে।

পারিবারিক ও কমেডি ঘরানার এই দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করেছেন ফরিদুল হাসান। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে এর গল্প। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, জামিল হোসাইন, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সিদ্দিকুর রহমান। তুখোড় এই পাঁচ অভিনেতা ছাড়াও থাকছেন নাদিয়া আহমেদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তাহমিনা মৌ, সাবিহা জামান, শেলী আহসান, সাইদুর রহমান পাভেল,শহীদ-উন-নবী, আইরিন তানি, এমিলা হক, সামিনা বাশার, জামাল রাজা, হেদায়েত নান্নু, তানিয়া রিতু, রেশমী, সাজু খাদেম, সূচনা সিকদার, রাজা হাসান, শ্রাবন্তী খান, ফারজানা মিথিয়া প্রমুখ।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে—শিমুলতলী গ্রামের তালুকদার বাড়ি। এই বাড়ির গৃহকর্তা মরহুম মোহরম তালুকদার সংসারে ছয় মেয়ে এবং প্রচুর বিষয়সম্পত্তি রেখে গেছে। বংশ রক্ষার তাগিদে একে একে ছয়টি মেয়ে হয় তার কিন্তু শেষ পর্যন্ত আর পুত্র সন্তানের মুখ দেখা হয়নি। তার আগেই মৃত্যু হয়েছে তার। মোবারক তালুকদারের স্ত্রী আমেনা ছয় মেয়ে জুঁই, জবা, বেলী, শাপলা, টগর আর শিউলীকে নিয়ে দিন কাটান।

শুটিংয়ে শিল্পীদের সঙ্গে নির্মাতা (ডান থেকে দ্বিতীয়)
আমেনা বেগম বড় মেয়ে জুঁইকে পাঁচ বছর আগে বিয়ে করেন মোফাক্কর। বিয়ের পর মোফাক্কর স্থায়ীভাবে শ্বশুরবাড়িতে চলে আসে। সেখানে থাকে নানান টালবাহানা। তার কথা বাড়িতে একজন পুরুষ মানুষ না থাকলে কেমন হয়? আমেনা বেগমও বিষয়টা মেনে নেয়। তারপর থেকেই ঘর জামাই হিসাবে শ্বশুরবাড়িতে থাকা শুরু করে মোফাক্কর। আর মোফাক্করের পাঁচ শালীর একেক জনের সঙ্গে তার একেক রকম সম্পর্ক। মূলত পাঁচ শালীর সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নিয়েই এই নাটকের গল্প এগিয়ে যায়।

ধারাবাহিকটি নিয়ে ফরিদুল হাসান বলেন, ‘নাটকটিতে পরিবারের গল্প বলা হয়েছে। বর্তমানে সেরকম পরিবারের গল্প হয় না বললেই চলে। আমি বরাবরই পারিবারিক গল্পে কাজ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করি। হাস্যরসের মধ্যে গল্পে রয়েছে সামাজিক বার্তা। আশা করি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ভালো লাগবে।’

নির্মাতা জানান, ‘বাহানা’ ধারাবাহিকটি আসছে ৩০ এপ্রিল বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে। এরপর টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

উল্লেখ্য, বাংলাভিশনে ফরিদুল হাসানের প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফাঁপর’। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে এর প্রচার শুরু হয়।

তিন অভিনেত্রী

People are also reading