হোম পিছনে ফিরে যান

এশিয়ায় জ্বালানি তেলের দাম কমাবে সৌদি

uttaranbarta.com 2 দিন আগে

উত্তরণবার্তা ডেস্ক : বিশ্বের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী দেশ সৌদি আরব এশিয়ার বাজারে আগামী আগস্টে বর্তমান সময়ের চেয়ে কম দামে তেল দিতে পারে। বেশ কয়েকটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। এর আগে সম্প্রতি জানা যায়, জুলাইয়ে কমানো হবে তেলের দাম। এবার পরের মাসে কমানোর তথ্যও এল।

জ্বালানি তেলের মোট সরবরাহের ৮০ শতাংশই এশিয়ার বিভিন্ন দেশে করে থাকে সৌদি আরব। আগস্টে এই বাজারে ব্যারেলপ্রতি জুলাই মাসের চেয়ে ৬০ সেন্ট দাম কমতে পারে। ওই মাসে ৮০ সেন্টে বিক্রি হতে পারে জ্বালানি তেল। এই দাম গত এপ্রিলের পর সবচেয়ে কম।    

জুনে উত্তর-পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সৌদি আরব। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণ মনে করা হচ্ছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া। গাজায় হামাস­-ইসরায়েল সংঘাতের যুদ্ধবিরতি না হলে বেড়ে যাবে হামলা ও পাল্টা হামলা।  

ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে যাওয়া জ্বালানি তেলের দাম ৭ দশমিক ৩ শতাংশ কমেছিল। কিন্তু পরে বেড়ে যায়। অবশ্য জুলাই থেকে দাম কমে আসবে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি তেলের পুরো ব্যাপারটি এখন ওপেক প্লাসের হাতে। তবে, এর বাইরের অনেক দেশ সম্প্রতি সরবরাহ করতে শুরু করেছে। এ কারণে দাম কমতে পারে। এ ব্যাপারে সৌদি আরামকোর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উত্তরণবার্তা/এআর

People are also reading