হোম পিছনে ফিরে যান

খিলগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা

banglanews24.com 2024/10/6

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে মাকসুদা আক্তার মুক্তা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের পাশে পানির পাম্পের অপজিটে একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত মাকসুদার খালাতো ভাই শফিকুল ইসলাম বলেন, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা গ্রামে। বাবার নাম হারুন ব্যাপারী। বর্তমানে স্বামী কাজী এবাদুজ্জামান, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন মাকসুদা। স্বামী এবাদুজ্জামানের তালতলা মার্কেটে চশমার ব্যবসা রয়েছে। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালায়। দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের বাসায় গিয়ে মাকসুদার মরদেহ দেখতে পাই। তখন বাসায় পুলিশ উপস্থিত ছিল। পরিবার থেকে জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছে মাকসুদা।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে খিলগাঁওয়ের নয়তালা বাসার ছয়তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল।  

তিনি আরও জানান, মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাকসুদা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

People are also reading