হোম পিছনে ফিরে যান

চার বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স

banglatribune.com 2 দিন আগে

বৈশ্বিক নানা সংকটের মধ্যে চাপে থাকা অর্থনীতিতে বড় ধরনের স্বস্তির খবর দিলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। সদ্য বিদায়ী জুন মাসে দেশে তারা পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ, অর্থাৎ ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার—যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। রেমিট্যান্স পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে একক মাস হিসাবে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সদ্য বিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩ দশমিক ৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, জুন মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। ঈদের সময় দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা, যার ব্যতিক্রম হয়নি এবারও।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর প্রবাসী আয় আসা বেড়েছে।

এর আগে গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

প্রসঙ্গত, গত ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ  ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

People are also reading