হোম পিছনে ফিরে যান

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অস্ত্র গুদামে আগুন

banglatribune.com 2024/10/6

রাশিয়ার অভ্যন্তরে একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে চালানো হামলায় সামরিক-শিল্প স্থাপনাটিতে আগুন লেগেছে। রবিবার ইউক্রেনীয় নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, রাশিয়ার ভরোনেজ অঞ্চলে ৯ হাজার বর্গ মিটার এলাকার অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে।

সূত্র মতে, ওই গুদামে ক্ষেপণাস্ত্র, ট্যাংক, কামানের গোলা ও গুলি রাখা হয়েছিল। সেরগেয়েভেকা গ্রামের কাছে গুদামটি। কিয়েভ নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে প্রায় ৮৫ মাইল দূরে এটির অবস্থান।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর দূরপাল্লার ড্রোনের একটি বহর গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এসব ড্রোন দিয়ে রাশিয়ার অভ্যন্তরে তারা হামলা চালিয়ে আসছে।

সূত্র বলেছে, অস্ত্র গুদামটিতে যেকোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে।  

People are also reading