হোম পিছনে ফিরে যান

ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা

banglatribune.com 2024/5/21
ডোনাল্ড লু (ছবি: সংগৃহীত)
© 2024 Bangla Tribune Online Media

দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আগামী ১৪ মে তিনি ঢাকায় এসে পৌঁছাতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি ঢাকায় এসেছিলেন। নতুন করে তার ঢাকা আগমনের পেছনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। তবে ডোনাল্ড লু’র ঢাকা সফরকে একটু ভিন্নভাবে দেখছেন বিএনপি নেতারা। দলটির কোনও-কোনও নেতা মনে করেন, অন্তর্বর্তীকালীন নির্বাচনের চাপ দিতেই ঢাকায় সফর করবেন ডোনাল্ড লু।

বিএনপি নেতারা বলছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে। তার ‘তিনি কাউকে পরোয়া করেন না’, ‘তার পরে কে হবেন প্রধানমন্ত্রী’— এসব বক্তব্যের পেছনেও এই কারণই বলে দাবি করেছেন কোনও কোনও নেতা।

শুক্রবার (১০ মে) রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সফরকালে ডোনাল্ড লু’র সঙ্গে বিএনপির কোনও বৈঠকের বিষয়ে জানা যায়নি। রাত পৌনে ৯টার দিকে দলের একজন উচ্চপর্যায়ের নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও এ বিষয়ে কিছু বলতে পারবো না। তার সঙ্গে কোনও বৈঠক হবে কিনা, তাও জানি না।’

বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডোনাল্ড লু‘র সফরের বিষয় নিয়ে এখনও কিছু বলা হয়নি। কিন্তু আমরা যদি সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য পর্যবেক্ষণ করি, সেখানে তিনি বলেছেন— তিনি কাউকে পরোয়া করেন না, তার পরে কে হবেন প্রধানমন্ত্রী; হঠাৎ করে তিনি কেন এমনটা মনে করছেন, আমরা বুঝতে পারছি না। এসব কথাবার্তার মধ্যে মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ জেগেছে— আবারও শেখ হাসিনা তার ক্ষমতায় থাকা-না থাকা, আবারও নির্বাচন; এসব নিয়ে প্রশ্ন তুলেছেন কেন?’

‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই তার মন্ত্রীরা বলেছেন— বিদেশিরা নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। তাহলে কথাটা উঠছে কেন? কথাটা বোধহয় এ কারণে উঠেছে যে, আমি-ডামির নির্বাচনের পর অনেক বিদেশি প্রতিনিধি বাংলাদেশ ভিজিট করেছেন’, বলেন ড. রিপন। তার ভাষ্য, ‘সরকারি মহলে অস্থিরতা দেখা যাচ্ছে।’

এসময় ড. আসাদুজ্জামান রিপন সম্প্রতি ঢাকা সফর করা যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার প্রসঙ্গও উল্লেখ করেন। রিপন দাবি করেন, ‘জনগণ যদি শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্ট থাকতেন, তাহলে তো ৮০ শতাংশ, ৯০ শতাংশ ভোট কাস্টিং হতো।’

গত বছরের (২০২৩) জানুয়ারি মাসে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ওই সফর নিয়ে ঢাকায় ব্যাপক আলোচনা ছিল। এবারও তার সফরে তিনি বিশিষ্ট কয়েকজন নাগরিকের সঙ্গে আলোচনা করতে পারেন, এমন আভাস মিলেছে।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এ প্রতিবেদককে বলেন, ‘ডোনাল্ডের সঙ্গে বিএনপির কোনও বৈঠক না হলে পরিস্থিতি আরও বেশি প্রতিকূল হতে পারে।’

People are also reading