হোম পিছনে ফিরে যান

দরপতনের শীর্ষে লিন্ডে বিডি

arthosuchak.com 2024/7/3

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৬ জুন) লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪১ টাকা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর ৪ টাকা ৫০ পয়সা বা শেয়ারদর ২ দশমিক ৯৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, সানলাইফ ইন্স্যুরেন্স, আইসিবি, সমতা লেদার, প্যাসিফিক ডেনিমস, এসকে ট্রিমস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

অর্থসূচক/

People are also reading