হোম পিছনে ফিরে যান

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

news18.com 2024/4/29

ICC T20 World Cup 2024, Team India Squad:এবার টি-২০ বিশ্বকারে ভারতের ওপেনিং জুটি কেমন হতে পারে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। কারণ রোহিত শর্মা ওপেনিংয়ে একমাত্র পাকা।

News18 Bengali

01 08

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।

News18 Bengali

02 08

আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে।

News18 Bengali

03 08

বিসিসিআই সূত্রের খবর, আইসিসির একেবারে শেষ দিন অর্থাৎ পয়লা মে-তেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি।

News18 Bengali

04 08

তার আগে চার সদস্যের নির্বাচক কমিটি সক্রিয় ভাবে ২০২৪ আইপিএলের ম্যাচগুলিতে চোখ রাখছে। ফলে আইপিএলের পারফরম্যান্স যে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগের চাবিকাঠি হতে পারে তা বলাই যায়।

News18 Bengali

05 08

এবার টি-২০ বিশ্বকারে ভারতের ওপেনিং জুটি কেমন হতে পারে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। কারণ রোহিত শর্মা ওপেনিংয়ে একমাত্র পাকা। ভারত অধিনায়কের সঙ্গে কে ভারতের ইনিংসের শুরু করবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

News18 Bengali

06 08

কারণ ওপেনিং স্লটের তালিকায় রয়েছে একাধিক নাম। শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়. ঈশান কিশান, সঞ্জু স্যামসনরা রয়েছেন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ওপেনিংয়ে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে।

News18 Bengali

07 08

এদের মধ্যে ঈশান কিশান ও ঋতুরাজ গায়কোয়াড় বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এরমধ্যে সবথেকে বেশি চমক হতে পারে সঞ্জু ওপেনিংয়ে সুযোগ পেলে। আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন। এছাড়া ব্রায়ান লারা, আকাশ চোপডা সহ আরও একাধিক ক্রিকেট তারকা সঞ্জুর পক্ষে সওয়াল করেছেন।

News18 Bengali

08 08

শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিংয়ে রোহিত শর্মার পার্টনার কে হয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে দল ঘোষণা ও প্রথম ম্যাচ পর্যন্ত। তবে একটি জায়গার জন্য লড়াই যে হাড্ডাহাড্ডি সেই কথা মানতেই হবে।

  • First Published : April 15, 2024, 7:48 pm IST
  • 0108

    ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।

  • 0208

    আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে।

  • 0308

    বিসিসিআই সূত্রের খবর, আইসিসির একেবারে শেষ দিন অর্থাৎ পয়লা মে-তেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি।

  • 0408

    তার আগে চার সদস্যের নির্বাচক কমিটি সক্রিয় ভাবে ২০২৪ আইপিএলের ম্যাচগুলিতে চোখ রাখছে। ফলে আইপিএলের পারফরম্যান্স যে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগের চাবিকাঠি হতে পারে তা বলাই যায়।

  • 0508

    এবার টি-২০ বিশ্বকারে ভারতের ওপেনিং জুটি কেমন হতে পারে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। কারণ রোহিত শর্মা ওপেনিংয়ে একমাত্র পাকা। ভারত অধিনায়কের সঙ্গে কে ভারতের ইনিংসের শুরু করবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

  • 0608

    কারণ ওপেনিং স্লটের তালিকায় রয়েছে একাধিক নাম। শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়. ঈশান কিশান, সঞ্জু স্যামসনরা রয়েছেন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ওপেনিংয়ে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে।

  • 0708

    এদের মধ্যে ঈশান কিশান ও ঋতুরাজ গায়কোয়াড় বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এরমধ্যে সবথেকে বেশি চমক হতে পারে সঞ্জু ওপেনিংয়ে সুযোগ পেলে। আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন। এছাড়া ব্রায়ান লারা, আকাশ চোপডা সহ আরও একাধিক ক্রিকেট তারকা সঞ্জুর পক্ষে সওয়াল করেছেন।

  • 0808

    শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিংয়ে রোহিত শর্মার পার্টনার কে হয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে দল ঘোষণা ও প্রথম ম্যাচ পর্যন্ত। তবে একটি জায়গার জন্য লড়াই যে হাড্ডাহাড্ডি সেই কথা মানতেই হবে।

 
People are also reading