হোম পিছনে ফিরে যান

‘তাই বলে ১৯ গোল খাবো!’

banglatribune.com 2024/5/17
মাহবুবা হাসনা (২২ নম্বর জার্সি)
© 2024 Bangla Tribune Online Media

সাবিনা-সানজিদাদের নিয়ে নাসরিন স্পোর্টস একাডেমি এবার শক্তিশালী দল গড়েছে। নারী ফুটবল লিগে আজ সোমবার নিজেদের প্রথম ম্যাচে ১৯-০ গোলে উড়িয়ে দিয়েছে জামালপুর কাচারিপারা একাদশকে। 

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনাদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে জামালপুরের দলকে। বিশেষ করে দুই অর্ধে দুই গোলকিপার নামিয়েও সুবিধা করতে পারেনি তারা।

প্রথম অর্ধে ৮ গোলে পিছিয়ে ছিল কাচারিপারা। বিরতির পর আরও ১১ গোল হয়েছে।

ম্যাচের পর কাচারিপারার গোলকিপার মাহবুবা হাসনা বিষণ্ন কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আসলে এত বড় ব্যবধানে হারবো, তা চিন্তাও করিনি। জানতাম সাবিনা আপুরা জিতবে। তবে তাই বলে ১৯ গোল খাবো! এখন খারাপ লাগছে।'

মাত্র সাত দিনের অনুশীলনে দলটি ঢাকায় খেলতে এসেছে। জামালপুরের দল হলেও আদতে নীলফামারী ও রাজশাহী থেকেও খেলোয়াড় খেলছেন। গোলকিপার মাহবুবা বিকেএসপিতে পড়েছেন। তবে নীলফামারীর জলঢাকা থেকে উঠে এসেছেন তিনি।

তার কথা, 'আমি শুরু থেকে নারী ফুটবল লিগে খেলছি। গতবার ছিলাম সদ্যপুস্করনি দলে। তবে এবার সুযোগ পেয়ে জামালপুরের দলে খেলছি। আসলে বেশি বেশি গোল খেলে অনেক খারাপ লাগে। তারপরও আমরা চেষ্টা করছি মাঠে ৯০ মিনিট খেলার। আজ প্রথম ম্যাচ। ঠিকমতো গুছিয়ে উঠতে কষ্ট হয়েছে। আশা করছি সামনের দিকে ভালো করতে পারবো।'

People are also reading