হোম পিছনে ফিরে যান

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গৃহবধূকে গলা কেটে হত্যা, যুবক আটক

bbarta24.net 2 দিন আগে

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় হত্যাকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকালে সাভারের আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর সুমাইয়া আক্তার রংপুরের বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। স্বামী সন্তানকে নিয়ে তিনি আশুলিয়ার ভাদাইলের তালতলা এলাকার সোহাগ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। খুনিও ওই বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শহিদুল ইসলাম নামের গ্রেফতারকৃত যুবক। পরে আজও আবার প্রেমের প্রস্তাব দিলে গৃহবধূ তা প্রত্যাখান করায় সকালে তার রুমে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে সে। পরে স্থানীয়রা হত্যাকারীকে আটক করে র‌্যাবের হাতে তুলে দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

গ্রেফতার শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিবার্তা/মাসুম

People are also reading