হোম পিছনে ফিরে যান

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Edit

protidinersangbad.com 2024/5/19

ছবি : সংগৃহীত

আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ। বলা যায়, এই সিরিজটিই বিশ্বকাপের পূর্ব প্রস্তুতির সিরিজ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হলো তানজিদ হাসান তামিমের। ১৫ ওয়ানডে খেললেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেননি তিনি। তাকে ক্যাপ পরিয়ে দেন মাহমুদউল্লাহ।

চট্টগ্রামের আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাত ৮টার দিকে বৃষ্টি নামতে পারে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ক্লাইভ মাদান্দে, লুক জংবে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

একটা সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ মানে ছিল বাড়তি উত্তেজনা। সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সময়ের স্রোতে জিম্বাবুয়ে আগের জৌলুস হারিয়েছে। দলটি টানা তিনবারের মতো আইসিসি ইভেন্ট মিস করছে বাজে পারফরম্যান্সের কারণেই। সবমিলিয়ে আগের সেই উত্তেজনা না থাকলেও দুই দলের লড়াইয়ে কিছুটা রোমাঞ্চ থাকেই। আগামী কয়েকটা দিন দুই দলের সেই লড়াইয়ের ঝাঁজ উপভোগ করার সুযোগ ক্রিকেটপ্রেমীদের।

কাগজে-কলমে জিম্বাবুয়ে কঠিন কোনও প্রতিপক্ষ নয়। পরিসংখ্যানও সেটাই বলে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তার মধ্যে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে ৭টিতে জিতেছে। সর্বশেষ ২০২২ সালে ৩০ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিম্বাবুয়েকে ৩ রানে হারায় তারা। তবে জিম্বাবুয়ের জন্য অনুপ্রেরণা হতে পারে সর্বশেষ সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে শেষ হাসি হেসেছে সিকান্দার রাজার দল। ২০২২ সালে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছিল তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading