হোম পিছনে ফিরে যান

সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

bonikbarta.net 2024/5/17
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (২৯ এপ্রিল) তিনি দেশটিতে পৌঁছান। মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেনের এ সফরকে ইসরায়েলের যুদ্ধ শেষে গাজা শাসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক সৌদি সফরের পর এ সপ্তাহের শেষে ইসরায়েলে যাবেন। তিনি সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রত্যাশা অনুযায়ী চলতি মাসেই গাজায় মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সুনির্দিষ্ট ও স্পষ্ট পদক্ষেপ গ্রহণে চাপ প্রয়োগ করবেন।

ব্লিঙ্কেন সৌদি আরবের রিয়াদে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি কাতার, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধ পরবর্তী গাজার শাসন নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

People are also reading