হোম পিছনে ফিরে যান

Manipur | প্রবল বন্যায় বিধ্বস্ত মণিপুর, ঘরছাড়া অন্তত ২০ হাজার মানুষ

uttarbangasambad.com 3 দিন আগে
manipur-effected-now-havy-flood-for-rain
ছবিটি সংগৃহীত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মণিপুরে হিংসার রেশ কাটতে না কাটতেই ভয়াবহ বন্যায় বিধ্বস্ত উত্তর-পূর্বের এই রাজ্য। গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে বাণভাসী মণিপুর(Manipur)। এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার বাড়ি ভেঙে গিয়েছে। পরিস্থিতি মারত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই অন্তত ২০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সমীক্ষা অনুযায়ী দাবি, খোলা হয়েছে ১৪টি ত্রাণ শিবির। ২০ হাজার ৬৩৯ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এদের মধ্যে ত্রাণ শিবিরে ১২৫১ জন আশ্রয় নিয়েছেন।

একেতেই গত এক বছরের বেশি সময় ধরে হিংসায় বিধ্বস্ত ছিল মণিপুর। সেই রেশ না কাটতেই আবারও সমস্যায় জর্জরিত মণিপুরবাসী। জানা গিয়েছে, গত ১ জুলাই থেকে ইম্ফল ও তার আশপাশের এলাকায় অতিভারী বৃষ্টির জেরেই এই দুর্ভোগ। তবে সেই বৃষ্টি এখনও থামার কোনও লক্ষণ নেই। ইতিমধ্যেই উদ্ধারকারী দল কাজ শুরু করে দিয়েছে। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুলিশ, দমকল, স্বাস্থ্য, জল, পিডব্লুডি, সেচ ও বন দপ্তরকেও উদ্ধারের কাজে নিযুক্ত করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বন্যায় (Flood) চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নানা জায়গায় ভূমি ধসের জেরে জনজীবন বিপর্যস্ত। নদীর ব্যাপক জলস্রোতে ভেসে গিয়েছে খাবুংগ কারোংগ গ্রামের এক চিকিৎসক। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ইম্ফলের (Imphal) নদী তীরবর্তী এলাকায় নদীর জলস্তর বেড়ে যাওয়ার বাঁধ ভেঙে বিপুল সংখ্যক চাষের জমি জলের নীচে চলে গিয়েছে। আপাতত সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে সরকারি কার্যালয়ও।

People are also reading