হোম পিছনে ফিরে যান

মোদির সফরে রাশিয়া-ভারত বাণিজ্য বাড়বে: ক্রেমলিন

banglatribune.com 3 দিন আগে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্কো সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। মঙ্গলবার (২ জুলাই) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মোদির রাশিয়ার সফরের তারিখ এখনও ঘোষণা করেনি ক্রেমলিন। যদিও গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জুলাই মাসে এই সফর অনুষ্ঠিত হবে।

দিমিত্রি পেসকভ বলেছেন, সফরের গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হবে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করা।

তিনি বলেছেন, আমি আরও একবার নিশ্চিত করতে পারি যে, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ সফর।

পেসকভ বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এমন বৈঠকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব পায়। এছাড়া আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রধান ইস্যু হিসেবে আলোচিত হবে। যেসব বৈচিত্র্যপূর্ণ খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর দ্বিপক্ষীয় সম্মতি রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হবে।

মুখপাত্র বলেন, এটিই হলো মূল বিষয়।

তিনি বলেছেন, পুতিন ও মোদির একটি খুব আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে।

People are also reading