হোম পিছনে ফিরে যান

Mamata Banerjee | ‘মালদায় কোনওদিন লোকসভা আসন পাইনি’, আক্ষেপ মমতার

uttarbangasambad.com 2024/5/15

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফার নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে রবিবার মালদার (Malda) কালিয়াচকে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গেল তাঁকে। বিজেপির পাশাপাশি কংগ্রেস-সিপিএম জোটকেও তোপ দাগেন। একইসঙ্গে মালদা নিয়ে মমতার মুখে শোনা গেল এক আক্ষেপের কথাও।

এদিন কালিয়াচকের সভায় মমতা বলেন, ‘মালদা জেলায় কোনওদিন লোকসভা আসন পাইনি। বিধানসভায় মালদায় আমাদের ঢেলে আসন দিয়েছেন। সেকারণেই বিজেপিকে রুখে দিতে পেরেছিলাম। বাংলায় কংগ্রেস জিতবে না মনে রাখবেন। বাংলায় কোনও জোট নেই। তৃণমূল একা লড়ছে।’

চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মানুষ খেকো বাঘ দেখেছেন, এরা চাকরিখেকো বাঘ। প্রধানমন্ত্রী এসে বলে গেলেন এসব তৃণমূলের জন্য হয়েছে। চাকরিহারাদের পাশে আছি। দেশের প্রধানমন্ত্রী লোকের চাকরি খান।’ মমতা বলেন, ‘সংখ্যালঘুদের জীবন নিয়ে খেলতে দিইনি। সংখ্যালঘুদের উন্নয়নে সদা তৎপর রাজ্য সরকার।’ একইসঙ্গে এনআরসি, সিএএ প্রসঙ্গে মমতা বলেন, ‘বাংলায় এনআরসি, সিএএ হবে না। অভিন্ন দেওয়ানি বিধি হবে না বাংলায়।’

People are also reading