হোম পিছনে ফিরে যান

ডেটিং অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে কেন

prothomalo.com 2024/5/17

সারা বিশ্বেই এখন ডেটিং অ্যাপ জনপ্রিয়। যাঁরা ডেটিং অ্যাপ ব্যবহার করেন, নয়া বাস্তবতা হিসেবে বিষয়টিকে তাঁরা মেনে নিয়েছেন। আর যাঁরা করেন না, এই মাধ্যম নিয়ে তাঁদের আছে মিশ্র ধারণা, বিশেষ করে খারাপ ধারণা। ডেটিং অ্যাপ নিয়ে ভারতে সাম্প্রতিক এক সমীক্ষায় এমন নানা বিষয় উঠে এসেছে। আর কী কী তথ্য সেখানে মিলেছে, চলুন জেনে নেওয়া যাক।

ডেটিং এখন বদলে গেছে

ভারতীয় ডেটিং অ্যাপ কোয়াক কোয়াকের এই জরিপে অংশ নেন প্রায় ১২ হাজার সক্রিয় ডেটিং অ্যাপ ব্যবহারকারী। অনলাইন ডেটিং সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরার পাশাপাশি সমাজে ডেটিং অ্যাপ নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা সম্পর্কেও জানান তাঁরা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারণা হচ্ছে, ডেটিং অ্যাপ মানেই হলো প্রেম আর বিয়ে। জরিপে অংশ নেওয়া ২৮ শতাংশ ব্যক্তি মনে করেন, একসময় অনলাইন ডেটিং জগতে ঢোকার প্রধান উদ্দেশ্যই ছিল প্রণয়। অনলাইন ডেটিং অ্যাপগুলো ‘সাময়িক প্রেমের জন্য’, এমনটা এখন আর বড় শহরে বসবাসকারীরা বিশ্বাস করেন না।

অধিকাংশ ক্ষেত্রে ২৭ বছরের বেশি বয়সী ব্যক্তিরা ডেটিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে যাওয়ার চেষ্টা করেন। ২০ থেকে ৪০ বছরের মানুষেরা ডেটিং অ্যাপকে বন্ধুত্ব তৈরির নতুন মাধ্যম বলে মনে করেন। উদ্যোক্তা, প্রকৌশলী, আইটিকর্মী, স্বাস্থ্যসেবাকর্মী থেকে শুরু করে শিক্ষক, গৃহিণী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশির ভাগ ক্ষেত্রে ডেটিং অ্যাপ ঠিকমতো ব্যবহার করেন। কোয়াক কোয়াকের প্রতিষ্ঠাতা রবি মিত্তল বলেন, অনলাইন ডেটিং দুনিয়া গত কয়েক বছরে বেশ পরিবর্তিত হয়েছে। ব্যবহারকারীরা ডেটিং অ্যাপ আরও সক্রিয়ভাবে ব্যবহার করছেন। ৮০ শতাংশের বেশি ব্যবহারকারী ডেটিং অ্যাপের মাধ্যমে সত্যিকারের সঙ্গী খুঁজতে চান।

People are also reading