হোম পিছনে ফিরে যান

Bajaj CNG motorbike: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনল বাজাজ, এক লিটারে কত কিলোমিটার পাড়ি? শুনলে হা হয়ে যাবেন

news18.com 3 দিন আগে

বাজাজই প্রথম সংস্থা যারা সিএনজি চালিত মোটরবাইক নিয়ে এল৷ আপাতত ভারতের বাজারেই নিয়ে আসা হবে ১২৫ সিসি-র এই মোটরবাইক৷

ফ্রিডম ১২৫ মডেলের বাজাজের এই বাইক পেট্রলের পাশাপশি সিএনজি-তেও চলবে৷

নয়াদিল্লি: বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ দিল্লির একটি অটো শো-তে এই বাইকটি লঞ্চ করা হয়েছে৷ তবে সিএনজি-র পাশাপাশি এই বাইক পেট্রলেও চালানো যাবে৷

বাজাজই প্রথম সংস্থা যারা সিএনজি চালিত মোটরবাইক নিয়ে এল৷ আপাতত ভারতের বাজারেই নিয়ে আসা হবে ১২৫ সিসি-র এই মোটরবাইক৷ মডেলটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম ১২৫৷ ভাল সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলেই সংস্থা সূত্রে খবর৷ ভারতের পাশাপাশি এই মোটরবাইক বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে বাজাজের৷

জানা গিয়েছে, মোটরবাইকের হ্যান্ডেলেই একটি সুইচ থাকবে যা চাপলেই বাইক পেট্রল থেকে সিএনজি মোডে চলে যাবে৷ আবার ওই সুইচটি চাপলেই ফের সিএনজি মোডে চলবে বাইক৷ বাজাজের এই বাইকে দু লিটারের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে৷ ফুল ট্যাঙ্ক সিএনজি ভরলে ৩০০ কিলোমিটার যাবে এই বাইক৷

বাইকটির লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি৷ তিনি জানান, সিএনজি চালিত বাইক চালানোর খরচ কিলোমিটার প্রতি মাত্র ১ টাকায় দাঁড়াবে৷

সংস্থার এমডি রাজীব বাজাজ জানিয়েছেন, বাইকটির আরও একটি বৈশিষ্ট্য হল এটির সিট অন্যান্য যে কোনও বাইকের থেকে লম্বা৷ ফলে পরিবার নিয়ে সফরের জন্য আদর্শ এই ফ্রিডম ১২৫৷ রাজীব বাজাজের কথায়, এই বাইকে বাচ্চাকে কোলে নিয়ে বসতে হবে না৷

ভারতের বাজারে অনেকদিনই ব্যাটারি চালিত স্কুটার এবং বেশ কিছু বাইক এসেছে৷ তবে ব্যাটারি চালিত বাইক অথবা স্কুটির অন্যতম প্রতিবন্ধকতা হল চার্জ করতে অনেকটা সময় চলে যায়৷ আর একটি সমস্যা হল ব্যাটারি চালিত স্কুটির বা মোটরবাইকের তুলনায় সিএনজি চালিত এই বাইকের মাইলেজ অনেক বেশি৷ তবে জ্বালানির খরচের হিসেবের দিক দিয়ে ব্যাটারি চালিত বাইক বা স্কুটিই সস্তা৷ তাছাড়া, ভারতে এখনও সিএনজি পাম্পের সংখ্যা কম৷

তবে বাজাজের নতুন এই বাইকের দাম এখনও জানা যায়নি৷ যদিও একটি সূত্রের খবর, ফ্রিডম ১২৫-এর দাম শুরু হতে পারে ৯৫ হাজার টাকা থেকে৷

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।

People are also reading