হোম পিছনে ফিরে যান

Bollywood News: ডিম্বাণু সংরক্ষণের কথা ভেবে দেখছেন ম্রুণাল! প্রেমে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী

news18.com 2024/5/15

Bollywood News: ম্রুণাল বডি পজিটিভিটির বিষয়েও মুখ খুলেছেন। তিনি জানান যে, তাঁর পিয়ার-শেপড বডি নিয়ে তাঁকে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে।

Bollywood News: ডিম্বাণু সংরক্ষণের কথা ভেবে দেখছেন ম্রুণাল! প্রেমে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সাধারণত মানুষ সব কিছুই নিখুঁত বা স্বপ্নের মতো করে দেখাতে চান। কিন্তু বাস্তবটা তার থেকে আলাদাই হয়। ঠিক সেরকম ভাবেই তারকাদের জীবনও সব ক্ষেত্রে স্বপ্নের মতো হয় না! তাঁদের জীবনেও লুকিয়ে থাকে কঠোর বাস্তব। সম্প্রতি এমনই এক বাস্তবের উপর আলোকপাত করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আসলে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখান থেকেই শুরু হয়েছিল একটা ক্যান্ডিড বার্তালাপ।

এই সময় কথা বলতে গিয়ে নিজের সেই দিনগুলির কথা মনে করতে শুরু করেন অভিনেত্রী। একটা সময় ছিল, যখন বিছানা ছেড়ে বেরনোই যেন পাহাড়-প্রমাণ কাজ ছিল তাঁর জন্য! এর পাশাপাশি বডি শেমিংয়ের বিষয়টাও সাহসিকতার সঙ্গে তুলে ধরেন। শুধু তা-ই নয়, সৌন্দর্যের মানদণ্ডের বিষয়টাকেও চ্যালেঞ্জ করার প্রতিজ্ঞা করেন অভিনেত্রী।
এমনকী কীভাবে বেশিরভাগ মানুষ অনলাইনে নিখুঁত এবং স্বপ্নের মতো জীবনযাপন করার ভান করেন, সেই বিষয়টাও হিউম্যানস অফ বম্বে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল তুলে ধরেছেন।

ম্রুণালের কথায়, “এমন একটা সময় ছিল, যখন আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করত না। কিছুতেই বিছানা ছাড়তে চাইতাম না। কিন্তু সেটা একপ্রকার জোর করেই আমি করতাম। অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য! এক দিন, দু’দিন, তিন দিন, এমনকী সপ্তাহ কিংবা মাস জুড়ে আমি ভাল থাকতাম না। অথচ সেটা আমার পরিবার ছাড়া কেউই পরোয়া করত না। তাই আমার মনে হয়, আমাদের নিজেদের সব সময় এটা মনে করানো উচিত যে, খারাপ সময় এলে ভাল সময়ও আসবে। আর ঠিক এভাবেই এমন কিছু দিন আসে, যে দিনগুলিতে ভাল লাগে না। আর এটা কিন্তু পুরোপুরি ভাবেই স্বাভাবিক।”

এখানেই শেষ নয়, ম্রুণাল বডি পজিটিভিটির বিষয়েও মুখ খুলেছেন। তিনি জানান যে, তাঁর পিয়ার-শেপড বডি নিয়ে তাঁকে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। মৃণালের কথায়, “নিজের কার্ভস প্রদর্শন করে আমি সেই সৌন্দর্যের মানদণ্ড পরিবর্তন করতে চলেছি। আগে আমি বডি-হাগিং পোশাক পরতে ভয় পেতাম। কিন্তু এখন মনে হয় বডি-হাগিং? নিয়ে আসুন তো! আর ক্রপ টপস? সেটাও নিয়ে আসুন দেখি! সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণ করার জন্য কেন আমাদের কার্দাশিয়ানদের প্রয়োজন হবে বলুন তো? রাস্তায় চলাফেরা করা প্রতিটি ভারতীয় মহিলারই কার্ভস রয়েছে। আর তাঁরা সত্যিই সুন্দর!”

এরপর ম্রুণালের কথাবার্তায় উঠে আসে সম্পর্কের প্রসঙ্গও। সেই সময় তিনি তুলে ধরেন মোনা সিংয়ের ডিম্বাণু সংরক্ষণ করার সিদ্ধান্তের বিষয়ে। ম্রুণালের কথায়, “সম্পর্কের বিষয়ে আমি জানি যে, সেটা কঠিন। কিন্তু সেই কারণে সঠিক সঙ্গীর প্রয়োজন। আসলে তাঁকে আমার পেশার প্রকৃতি সম্পর্কে জানতে হবে। আর ডিম্বাণু সংরক্ষণের বিষয়টা আমিও বিবেচনা করে দেখছি।”

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Tags:

Mrunal Thakur
  • First Published : April 26, 2024, 4:53 pm IST
People are also reading