হোম পিছনে ফিরে যান

মালিতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত

channelionline.com 4 দিন আগে
মালির মোপ্তি অঞ্চল (ফাইল ছবি)
মালির মোপ্তি অঞ্চল (ফাইল ছবি)

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মধ্যাঞ্চলের একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ওই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হলেও কিন্তু অনেককেই হত্যা করা হয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) একটি প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার মালির মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই পুরুষ।

মোপতির ব্যানকাস শহরের মেয়র মৌলেয়ে গুইন্দো জানিয়েছেন, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে। এরপর ভয়াবহ হামলা চালায়। সশস্ত্র লোকজন গ্রামটিতে নির্বিচার গুলি চালাতে শুরু করে।

তিনি মৃতের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও নাম প্রকাশ না করার শর্তে দুই স্থানীয় কর্মকর্তা  বলেছেন, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি মালির কর্মকর্তারা।

এ ছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে মালির ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বহু বছর ধরে সক্রিয় রয়েছে। বছরের পর বছর দেশটিতে চলছে জঙ্গিদের সংঘর্ষ।

উত্তর ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চল রয়েছে যেখানে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে।

এছাড়া সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত চলছে মালি তার উপকেন্দ্র। এতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং লাখ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

People are also reading