হোম পিছনে ফিরে যান

সিরাজগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

rtvonline.com 2 দিন আগে

সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কোরবান আলী হত্যার ঘটনায় আব্দুর রাজ্জাক (৬২), আনোয়ারা খাতুন (৫৫), আল কামা (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।

শুক্রবার (২৮ জুন) দুপুরে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুর ১২টার দিকে হাটিকুমরুল র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার উসমান গণি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক চৌহালী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত আলীর ছেলে, রাজ্জাকের স্ত্রী আনোয়ারা খাতুন ও ছেলে আলকামা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধে ১৯ জুন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে কোরবান আলীকে এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করেন আসামিরা। পরে ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এরপর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তী ২০ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরপর নিহতের ভাতিজা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যার দিকে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

People are also reading