হোম পিছনে ফিরে যান

Uttarakhand: লাল সতর্কতা! উত্তরাখণ্ডে বন্যা আতঙ্ক, ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস...

india.com 2024/10/6

প্রায় বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডে। অত্যধিক বর্ষণ ও ভূমিধসের কারণে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা। ইতোমধ্যেই বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ-সহ একাধিক জেলা। ফুঁসে উঠেছে গঙ্গা। এমতাবস্থায় উত্তরাখণ্ডে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। 

Uttarakhand: লাল সতর্কতা! উত্তরাখণ্ডে বন্যা আতঙ্ক, ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস...

ফাইল ছবি

প্রায় বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডে। অত্যধিক বর্ষণ ও ভূমিধসের কারণে বন্ধ রয়েছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা। ইতোমধ্যেই বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ-সহ একাধিক জেলা। ফুঁসে উঠেছে গঙ্গা। এমতাবস্থায় উত্তরাখণ্ডে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। 

সম্প্রতি ভারী বৃষ্টি এবং ধসে হিমাচল প্রদেশে ৮০টিরও বেশি রাস্তা বন্ধ। ৭ জুলাই রবিবার এবং ৮ জুলাই সোমবার দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের ৬টি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ৬টি জেলা হল, নৈনিতাল, বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং নগর। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে তেহরি এবং পাউরিও।

কাংড়া, কুলু, কিন্নৌর, মান্ডি, সিরমাউর এবং শিমলায় হড়পা বানের সতর্কতাও জারি হয়েছে। ৮-১০ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, উত্তরকাশি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

.
People are also reading