হোম পিছনে ফিরে যান

যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ

prothomalo.com 2024/5/20

বৃষ্টির ধারায় ফিরেছে দেশ। এতে কমতে শুরু করেছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকার তাপমাত্রা গতকাল সোমবার ২৪ ঘণ্টার ব্যবধানে ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় দেশের অন্যত্রও তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা আরও কমতে পারে।

গতকাল দেশের মাত্র তিনটি স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এলাকাগুলো হলো গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় ১৮টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়।

People are also reading