হোম পিছনে ফিরে যান

গাজা ইস্যুতে হিজবুল্লাহ ও হামাসের নেতাদের বৈঠক

banglatribune.com 2024/10/6

ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কর্মকর্তা খলিল আল-হায়া। বৈঠকে গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং সেখানে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন তারা। শুক্রবার (৫ জুলাই) একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

হিজবুল্লাহর ওই বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের আগে হামাসের ডেপুটি চিফ হায়াকে শুভেচ্ছা জানান নাসরাল্লাহ। বৈঠকে ‘গাজা উপত্যকার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে’ আলাপ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক দিনগুলোতে আলোচনাধীন একটি চুক্তি নিয়েও কথা বলেছেন তারা।’

ওই প্রস্তাবে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে জিম্মি বিনিময় ইস্যুতে হামাস একটি উল্লেখযোগ্য মীমাংসায় এসেছে। এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করবে বলে আশা করছেন তিনি।

অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল। এতে করে এই অঞ্চলে একটি আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

People are also reading