হোম পিছনে ফিরে যান

পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে ৩০.৮৩ শতাংশ

risingbd.com 2024/5/20
পূবালী ব্যাংকের মুনাফা বেড়েছে ৩০.৮৩ শতাংশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বৃহস্পতিবার (৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৮ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৩ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ০.৪১ টাকা বা ৩০.৮৩ শতাংশ।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭.৬০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (৫.৫৮) টাকা।

গত ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭.৭৮ টাকা।

People are also reading