হোম পিছনে ফিরে যান

টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপরে

rtvonline.com 2024/10/5
টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপরে

উজানের ঢল আর বৃষ্টিপাত অব্যাহত থাকায় টাঙ্গাইলে দ্রুত বাড়ছে যমুনাসহ সকল নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ঝিনাই নদীর পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলেশ্বরী নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বাড়ছে অন্যান্য নদনদীর পানি।

এতে করে জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে নিচু নিচু এলাকা। বিরাজ করছে বন্যা আতঙ্ক।

এ দিকে বৃহস্পতিবার (৪ জুলাই) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানি বাড়ায় নষ্ট হয়ে যাচ্ছে পাট, তিলসহ বিভিন্ন ধরনের সবজি। পানি দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে চরাঞ্চলের চাষিরা বেশি ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরীসহ সবকটি নদীর পানি বেড়েছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে করে বন্যার আশঙ্কা করা হচ্ছে।’

People are also reading