হোম পিছনে ফিরে যান

সারাদেশে টানা কয়েকদিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

channelionline.com 2024/5/20

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সারাদেশে ১০ দিনব্যাপী কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রায় প্রতিদিনই সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

বিডাব্লিউওটি’র চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ চ্যানেল আই অনলাইনকে জানান, আগামীকাল থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টি হবে। এই সময়টা কালবৈশাখী ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ সব বিভাগেই বৃষ্টি হবে এই সময়। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হবে।

তিনি বলেন, রাজধানীতে ১০ দিনের মধ্যে ৯ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, এই সময় বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। তবে তা সর্বোচ্চ ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এরপর আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে।

এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামীকাল থেকে সারাদেশে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। এতদিন দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামীকাল থেকে থেকে বৃষ্টিপাতে অঞ্চলের পরিধি বৃদ্ধি পাবে। এতে তাপমাত্রা অনেকটাই কমে আসবে।

চলতি মে মাসে তাপপ্রবাহের শঙ্কা নিয়ে তিনি বলেন, বৃষ্টির ফলে তা (তাপপ্রবাহ) এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বৃষ্টিপাত কমে গেলে হয়তো আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে।

People are also reading