হোম পিছনে ফিরে যান

Indian Army-NSG: ভারতীয় সেনার দুর্ধর্ষ NGS আসলে কারা! কীভাবে হয় চাকরি? কত স্যালারি? আশ্চর্য হয়ে যাবেন জেনে

news18.com 2024/5/14

Indian Army-NSG: এনএসজি কমান্ডোদের পরনে সারাক্ষণ থাকে কালো রংয়ের পোশাক। তাই এঁদের ‘ব্ল্যাক ক্যাট’ বলা হয়।

News18 Bengali

01 11

ভারতীয় সেনাবাহিনীর বিধ্বংসী বাহিনীর মধ্যে অন্যতম হল ব্ল্যাক কমান্ডো বা এনএসজি (NSG)। দেশের নিরাপত্তা রক্ষায় সদা জাগ্রত ভারতীয় সেনার এই বিশেষ বাহিনী গোটা বিশ্বে আলোচিত, প্রশংসিত।

News18 Bengali

02 11

২৬/১১-র মুম্বাই জঙ্গি হামলার ঘটনা অথবা খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় অথবা অতি সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালিতেও পা পড়েছে এই এনএসজি কমান্ডোদের।

News18 Bengali

03 11

সাধারণত দেশের ভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৯৮৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথম তৈরি হয়েছিল এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (National Security Guard) বা এনএসজি (NSG)।

News18 Bengali

04 11

১৯৮৪ সালের ১-৮ জুন পঞ্জাবের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা খালিস্তানি উগ্রপন্থী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেকে হত্যা করতে ‘অপারেশন ব্লুস্টার’ হয়েছিল।

News18 Bengali

05 11

মৃত্যু হয়েছিল ভিন্দ্রানওয়ালে সহ ১৫০ খলিস্তানি উগ্রপন্থী। তবে এই অপারেশনে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনা, সিআরপিএফ ও পঞ্জাব পুলিশের ৮৩ জন জওয়ানেরও। ওই বছরই ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ডও ঘটে। এরপরই NSG তৈরি করা হয়।

News18 Bengali

06 11

এই বাহিনী তৈরি হয় মূলত জার্মানির বর্ডার গার্ড গ্রুপের আদলে। এই বাহিনী দুই ভাগে বিভক্ত। জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর এনএসজি-তে মোট প্রায় ১৫ হাজার কমান্ডো রয়েছেন।

News18 Bengali

07 11

এদের পরনে সারাক্ষণ থাকে কালো রংয়ের পোশাক। তাই এঁদের ‘ব্ল্যাক ক্যাট’ বলা হয়। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালানোর কাজে সেরা এরা। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে এঁদের কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়।

News18 Bengali

08 11

ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) কম্য়ান্ডোর গড় বেতন বার্ষিক ১০লাখ টাকা। পদমর্যাদার উপর নির্ভর করে এই বেতন কাঠামো। সর্বোচ্চ বেতন ডিরেক্টর জেনারেলের, তারপর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, ডেপুটি ইনসপেক্টের, গ্রুপ কম্য়ান্ডার, স্ক্রোয়াডন কম্যান্ডার এবং টিম কম্যান্ডার।

News18 Bengali

09 11

কমান্ডোদের মধ্যে সবথেকে বেশি বেতন পান ডাইরেক্টর জেনারেল। তাঁর পরেই দ্বিতীয় স্থানে থাকেন ইন্সপেক্টর জেনারেল। আর বেতনের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকেন ডেপুটি ইন্সপেক্টর, গ্রুপ কমান্ডার, স্কোয়াড্রন কামান্ডার ও টিম কমান্ডার।

News18 Bengali

10 11

আর এই টিম কমান্ডারদের পর আসেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার।এঁদের আবার তিনটি ভাগ থাকে। প্রথমে গ্রেড ১, তারপরে গ্রেড ২। তারপরেই রয়েছেন কোম্বাটাইসড ট্রেডসম্যান। তাঁরা ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পান।

News18 Bengali

11 11

এনএসজি-তে যেতে তিনটি ভাগ রয়েছে। যার মধ্যে প্রথমেই হয় প্রি-সিলেকশন ট্রেনিং, তারপর কোয়ালিফিকেশন ট্রেনিং, আর একেবারে শেষে হয় ফাইনাল অ্যাডভান্সড ট্রেনিং।

  • First Published : April 28, 2024, 4:35 pm IST
  • 0111

    ভারতীয় সেনাবাহিনীর বিধ্বংসী বাহিনীর মধ্যে অন্যতম হল ব্ল্যাক কমান্ডো বা এনএসজি (NSG)। দেশের নিরাপত্তা রক্ষায় সদা জাগ্রত ভারতীয় সেনার এই বিশেষ বাহিনী গোটা বিশ্বে আলোচিত, প্রশংসিত।

  • 0211

    ২৬/১১-র মুম্বাই জঙ্গি হামলার ঘটনা অথবা খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় অথবা অতি সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালিতেও পা পড়েছে এই এনএসজি কমান্ডোদের।

  • 0311

    সাধারণত দেশের ভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৯৮৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথম তৈরি হয়েছিল এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (National Security Guard) বা এনএসজি (NSG)।

  • 0411

    ১৯৮৪ সালের ১-৮ জুন পঞ্জাবের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা খালিস্তানি উগ্রপন্থী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেকে হত্যা করতে 'অপারেশন ব্লুস্টার' হয়েছিল।

  • 0511

    মৃত্যু হয়েছিল ভিন্দ্রানওয়ালে সহ ১৫০ খলিস্তানি উগ্রপন্থী। তবে এই অপারেশনে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনা, সিআরপিএফ ও পঞ্জাব পুলিশের ৮৩ জন জওয়ানেরও। ওই বছরই ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ডও ঘটে। এরপরই NSG তৈরি করা হয়।

  • 0611

    এই বাহিনী তৈরি হয় মূলত জার্মানির বর্ডার গার্ড গ্রুপের আদলে। এই বাহিনী দুই ভাগে বিভক্ত। জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর এনএসজি-তে মোট প্রায় ১৫ হাজার কমান্ডো রয়েছেন।

  • 0711

    এদের পরনে সারাক্ষণ থাকে কালো রংয়ের পোশাক। তাই এঁদের ‘ব্ল্যাক ক্যাট’ বলা হয়। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালানোর কাজে সেরা এরা। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে এঁদের কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়।

  • 0811

    ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) কম্য়ান্ডোর গড় বেতন বার্ষিক ১০লাখ টাকা। পদমর্যাদার উপর নির্ভর করে এই বেতন কাঠামো। সর্বোচ্চ বেতন ডিরেক্টর জেনারেলের, তারপর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, ডেপুটি ইনসপেক্টের, গ্রুপ কম্য়ান্ডার, স্ক্রোয়াডন কম্যান্ডার এবং টিম কম্যান্ডার।

  • 0911

    কমান্ডোদের মধ্যে সবথেকে বেশি বেতন পান ডাইরেক্টর জেনারেল। তাঁর পরেই দ্বিতীয় স্থানে থাকেন ইন্সপেক্টর জেনারেল। আর বেতনের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকেন ডেপুটি ইন্সপেক্টর, গ্রুপ কমান্ডার, স্কোয়াড্রন কামান্ডার ও টিম কমান্ডার।

  • 1011

    আর এই টিম কমান্ডারদের পর আসেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার।এঁদের আবার তিনটি ভাগ থাকে। প্রথমে গ্রেড ১, তারপরে গ্রেড ২। তারপরেই রয়েছেন কোম্বাটাইসড ট্রেডসম্যান। তাঁরা ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পান।

  • 1111

    এনএসজি-তে যেতে তিনটি ভাগ রয়েছে। যার মধ্যে প্রথমেই হয় প্রি-সিলেকশন ট্রেনিং, তারপর কোয়ালিফিকেশন ট্রেনিং, আর একেবারে শেষে হয় ফাইনাল অ্যাডভান্সড ট্রেনিং।

People are also reading