হোম পিছনে ফিরে যান

হবিগঞ্জ ৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সুমন কে হত্যার পরিকল্পনা প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

bhorer-dak.com 2 দিন আগে
হবিগঞ্জ ৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সুমন কে হত্যার পরিকল্পনা প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। 

তার আগে অজ্ঞাতনামা চার-পাঁচজনের একটি গ্রুপ হত্যার জন্য মাঠে নেমেছে, নিজ নির্বাচনী এলাকার থানার ওসির মারফত বিষয়টি জানতে পেরে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি।

শনিবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলানগর থানায় জিডি করেন হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালে তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাঁকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাঁকে বলেন, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল, তিন দিন আগে চার-পাঁচজনের একটি টিম মাঠে নেমেছে।আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন।’

তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে ঢাকার শেরেবাংলানগর থানায় জিডির আবেদন করেন ব্যারিস্টার সুমন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির লিখিত অভিযোগ ও নিরাপত্তার অভিযোগ পত্রটি গণমাধ্যমে প্রাকাশের পরপরই হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর নিজ আসনের স্থানীয় জনগণ ও অনুসারীরা বিক্ষোভ সভা,প্রতিবাদ মিছিলসহ অনতিবিলম্ব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করে যাচ্ছে। 

আ মঙ্গলবার (২ জুলাই) বিকালে নিজ উপজেলা সবজনের উপস্থিতি তে দীর্ঘ বিক্ষোভ মিছিল পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে সিলেট সহ বাহিরের এলাকা থেকেও এ মানববন্ধনে অংশ গ্রহন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, আব্দুল কাদির সরকার, নাজমুল হক বকুল, মুহিতুর রহমান ফরাজি রুমন, জামাল হোসেন লিটন, সোহাগ রহমান, আশিকুর রহমান, এরশাদ হোসেন, রাসেল মিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ। 

 

People are also reading